রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৫:৪২ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম ডেক্স : হাইস্কুলে থাকার কথা থাকলেও ১২ বছর বয়সী জেরেমি শিউলার ক্লাস করছে ইঞ্জিনিয়ারিংয়ের। হাইস্কুল গ্রাজুয়েশন শেষ করতেই কয়েক বছর লেগে যাওয়ার কথা ছিল তার। কিন্তু সবাইকে তাক লাগিয়ে গ্রাজুয়েশন শেষ করে ভর্তি হয়েছে টেক্সাসের কর্নেল ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং ক্লাসে। প্রথমে যখন শিউলার ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির উদ্দেশে কর্নেল ইউনিভার্সিটিতে গিয়েছিল সবাই তখন অবাক। কিন্তু তার হাইস্কুল গ্রাজুয়েশনের সার্টিফিকেট দেখে বিনা বাক্যে ভর্তি করে নেয়। তাকে নিয়ে বেশ উচ্ছ্বসিত ইউনিভার্সিটির ডিন ল্যান্স কোলিন্সবলেন, এটা সত্যিই অস্বাভাবিক ঘটনা। যে বয়সে তার হাইস্কুলে পড়ার কথা ছিল সেই বয়সেই কিনা ইঞ্জিনিয়ারিং পড়ছে। শিউলার বাবা-মা দুইজনই লেখাপড়ায় তাকে সাহায্য করেন। শিউলার দুর্দান্ত মেধাবী এবং তার জ্ঞানার্জনের দুর্বার ইচ্ছাশক্তি রয়েছে। তার বাবা-মা জানান, মাত্র সাত বছর বয়স থেকেই সে ক্যালকুলাসের মতো কঠিন বিদ্যা রপ্ত করে। বিজ্ঞান ভিত্তিক বিষয়ে তার আগ্রহটা একটু বেশি। ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে পেরে ভীষণ খুশি জেরেমি শিউলার।