সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১১:০৮ অপরাহ্ন
আমার সুরমা ডটকম: দিরাইয়ে প্রেসক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের যুগ্ম-আহ্বায়ক সোয়েব হাসানের সভাপতিত্বে ও সদস্য সচিব জিয়াউর রহমান লিটনের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দৈনিক ইনকিলাব দিরাই উপজেলা সংবাদদাতা ও আমার সুরমা ডটকম সম্পাদক মুহাম্মদ আব্দুল বাছির সরদার, দৈনিক ভোরেরকাগজ প্রতিনিধি শাহজাহান মাহমুদ হেলাল, দৈনিক মানবজমিন প্রতিনিধি আবুহানিফ চৌধুরী, দৈনক নয়াদিগন্ত প্রতিনিধি ইমরান হোসাইন, দৈনিক মানচিত্র প্রতিনিধি প্রশান্ত সাগর দাস, দৈনিক সুনামগঞ্জের সময় ও দিরাই-শাল্লা ডটকম সম্পাদক আবুল হোসাইন ও পূর্বপশ্চিম ডটকম প্রতিনিধি জাকারিয়া হোসেন জোসেফ প্রমুখ। সভায় আগামি ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করার লক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলন ও স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।