বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৩:২৯ অপরাহ্ন
দিরাই সংবাদদাতা : দিরাইয়ে গাড়ি ধোঁয়া মুছার সময় মোটর সাইকেল চাপায় এক মাইক্রোবাস হেলপার নিহত হওয়ার খবর পাওয়া গেছে, নিহত হেলপার সুনামগঞ্জের দিরাই উপজেলার দিরাই পৌরসভার দোওজ গ্রামের নিত্যানন্দ দাসের পুত্র সমির দাস (২৫)। শনিবার সকাল ৯টার দিকে মোটরসাইকেল চাপায় আহত হলে দুপুর ১টার দিকে সমিরকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, সমির সকাল ৯টার দিকে দিরাই উপজেলা পরিষদ রোড সংলগ্ন ডাকবাংলোর পুকুরপাড়ে মাইক্রোবাস ধোঁয়ামোছা করছিলো। এদিকে মুন্না সরদার নামে এক যুবক মোটর সাইকেলে করে ওই এলাকা অতিক্রম করার সময় সমিরকে চাপা দেন। এতে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় সমিরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েছ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।