বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৩:৩০ অপরাহ্ন
বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: বিশ্বম্ভরপুর উপজেলার সকল বেসরকারি স্কুল ও মাদরাসা শিক্ষক-কর্মচারী সমিতির কমিটি গঠন করা হয়েছে। নির্ধারিত তারিখ রবিবার (৮ অক্টোবর) মধ্যাহ্নে উপজেলা গার্লস হাইস্কুলে উক্ত কমিটি গঠন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সভাপতি বিশ্বম্ভরপুর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান সাজু। কাটাখালী হাইস্কুলের সহকারি শিক্ষক আব্দুল আলীর সঞ্চালনে স্বাগত বক্তব্য রাখেন সাতগাঁও শাহাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ নজরুল ইসলাম। বক্তব্য রাখেন কলাইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জুন্নুর, মডেল গার্লস হাইস্কুলের সহকারি শিক্ষক শাহ আলম প্রমূখ। উপজেলার ৯টি উচ্চ বিদ্যালয় ও ৩টি বেসরকারি মাদরাসার শিক্ষক-কর্মচারী নিয়ে পূর্ণঃগঠিত ৫ বছর মেয়াদী উক্ত কমিটির সভাপতি সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক কাটাখালী উচ্চ বিদ্যালয়ের আব্দুল আলীসহ ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠিত হয়।