বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৩:২৯ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় সাইদুল ইসলাম (২৫) নামে এক মাদরাসার শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো হয়েছেন আরো ৪ জন শিক্ষার্থী। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত সাইদুল ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার রামপুর কোনাপাড়া গ্রামের মো. মোতালেবের ছেলে। সে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ভার্তখলা মাদরাসার ছাত্র। শনিবার সকাল পৌনে ৮টার দিকে সিলেট-তামাবিল সড়কে গোয়াইনঘাট উপজেলার বাগেরসড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে তামাবিলমুখী একটি মাইক্রোবাস (ঢাকা মেট্টো-চ-০২-২৮১৫) গোয়াইনঘাট উপজেলার বাগেরসড়ক নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মাইক্রোবাসটি রাস্তার পার্শ্ববর্তী খালে পড়ে যায়। ঘটনাস্থলে মারা যান মাদরাসা শিক্ষার্থী সাইদুল ইসলাম। দুর্ঘটনায় চালকসহ মাদরাসার অপর চার শিক্ষার্থী আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। সিলেট তামাবিল হাইওয়ে পুলিশের সার্জেন্ট মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। সড়ক দুর্ঘটনায় হতাহতরা সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ভার্তখলা মাদরাসার শিক্ষার্থী।