শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ন
দক্ষিণ (সুনামগঞ্জ) সংবাদদাতা: সিলেট মহানগর ছাত্রদলের ছাত্র বিষয়ক সহ-সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপনের মুক্তির দাবিতে দক্ষিণ সুনামগঞ্জে উপজেলা ছাত্রদলের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৫টায় উপজেলার শান্তিগঞ্জ বাজারে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ছাত্রদল সভাপতি মোঃ আব্দুল কাদির জিলানীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক মোঃ আনছার উদ্দিন। এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা মহির উদ্দিন, উপজেলা যুবদলের সভাপতি মোঃ সুহেল মিয়া, উপজেলা যুবদল নেতা দিলোয়ার হোসেন জিয়াউর, রনজিৎ সূত্রধর, ছাত্রদল নেতা শহীদুল ইসলাম, ইমরান হোসেন, জাবেদ মিয়া, খালেদ মিয়া, বিশ^জিৎ, কবির আহমদ প্রমুখ। সভায় সিলেট মহানগর ছাত্রদলের ছাত্র বিষয়ক সহ-সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।