শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৩:৪২ অপরাহ্ন
মাহমুদুল হক স্বপন, জগদল (দিরাই) ইউনিয়ন সংবাদদাতা: সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের উপনির্বাচনে সাবেক সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী ড. জয়া সেনগুপ্তাকে নির্বাচিত করায় বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ নেতা জাকির হোসেন ড. জয়া সেনগুপ্তাকে অভিনন্দন জানিয়ে বলেন, নৌকাকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য কুলঞ্জ ইউনিয়নের সর্বস্তরে জনগণকে প্রাণঢালা শুভেচ্ছা জানান।
অপরদিকে সিলেট জেলা ছাত্রলীগ নেতা আহমেদুল হক সুভাষ ও আলাউর রহমান রনির পক্ষ থেকে অভিনন্দন জানান দিরাই-শাল্লার উপনির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়ী হওয়া ড. জয়া সেনগুপ্তাকে। অভিনন্দন বার্তায় তারা বলেন, আমাদের কষ্ট সফল হয়েছে, এখন আমাদের এলাকার উন্নয়নে আরো বড় ভূমিকা রাখতে পারব।