রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ১১:৪৪ অপরাহ্ন
জগদল (দিরাই) ইউনিয়ন সংবাদদাতা: দিরাই উপজেলার জগদল ইউনিয়ন বাসুরী গ্রামে একটি খালের মাঝে অবৈধ দেয়াল দিয়ে যাতায়াতের রাস্তা বন্ধ করলেন গ্রামের হাজী সমসু মিয়া। এই খালের মাধ্যে দিয়ে অত্র এলাকার সব নৌকা জগন্নাথপুর পর্যন্ত চলাচল করে। বিশেষ করে দাস নোয়াগাঁও, কদমতলী গ্রামের ছাত্র-ছাত্রী নৌকা দিয়ে জগদল আল-ফারুক উচ্চ বিদ্যালয়ে আসে। কিন্তু এখন আর সেই রাস্তা দিয়ে কোন ধরণের নৌকা চলাচল না করায় সাধারণ মানুষের যেমন দুর্ভোগ পোহাতে হয়, তেমনি ছাত্র-ছাত্রীরা এ দুর্ভোগের শিকার। এ ব্যাপারে গ্রামের লোকজন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তাতে তারা অভিযোগ করেন, এই রাস্তার দেয়াল যদি বহাল থাকে, তাহলে অত্র এলাকার প্রচুর পরিমাণ ক্ষতি হয়ে যাবে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা উক্ত বিষয় তদন্ত করার জন্য দায়িত্ব দিয়েছেন উপজেলা ভূমি কর্মকর্তাকে (সার্ভেয়ার)। গ্রামবাসির পক্ষে প্রায় শতাধিক মানুষের স্বাক্ষর নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর আবেদন করেছেন আবুল মুহিত সেলিম ও সমরুল ইসলাম।