শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ০১:৩৩ অপরাহ্ন
আমার সুরমা ডটকম: বিশ্বনাথের ইসহাক একাডেমির উদ্যোগে গত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ এবং এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমান মোজাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লন্ডনের ইউরো-বাংলা পত্রিকার ভাইস চেয়ারম্যান এন্ড ডাইরেক্টর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব শেখ মোহাম্মদ তাহির উল্লাহ। প্রধান আলোচকের বক্তব্য রাখেন সিলেট লেখক ফোরাম সভাপতি গীতিকার কবি নাজমুল ইসলাম মকবুল।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব শেখ মোহাম্মদ তাহির উল্লাহ বলেন, যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। উন্নত বিশ্বের সাথে প্রতিযোগিতায় ঠিকে থাকতে হলে শিক্ষাক্ষেত্রে আমাদের আরও অনেক দূর এগিয়ে যেতে হবে।
প্রধান আলোচকের বক্তব্যে কবি নাজমুল ইসলাম মকবুল বলেন, ভালো ফলাফল অর্জন করতে হলে কঠোর অধ্যাবসায় প্রয়োজন। সে সাথে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য ও অভিভাবকদেরও দায়িত্ব অনেক।
একাডেমির সহকারি শিক্ষক কাওছার আহমদের সঞ্চালনায় শনিবার একাডেমি অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৩নং অলংকারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, ছৈফাগঞ্জ এসডি মাদরাসার সুপার মাওলানা আব্দুর রউফ, আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার চৌধুরী, বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শুভা আক্তার আঙ্গুরা, হলি আরবান প্রপার্টিজের পরিচালক আনছার মাহমুদ, একাডেমির প্রিন্সিপাল ইলিয়াছ আলী, মোঃ সাজ্জাদ আলী মেম্বার, রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাজিদুর রহমান সোহেল, সুরমান আলী সুমন, ফারুক মিয়া, সোনা মিয়া, হাজী মাসুক আহমদ, হাজী আব্দুল কাইয়ূম।
সঙ্গীত পরিবেশন করেন জাগরণ ইসলামী সাংস্কৃতিক দলের সহকারি পরিচালক শিল্পী আরিফ রব্বানী। শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন সহকারি শিক্ষক রুসন চৌধুরী। অনুষ্ঠানে বিগত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ এবং এ প্লাস প্রাপ্ত ছাত্র-ছাত্রীদেরকে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রি প্রদান করা হয়। বিজ্ঞপ্তি