শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০১:৫৮ পূর্বাহ্ন
জিয়াউর রহমান: শায়খ আল্লামা আব্দুল গণী (রহ) প্রতিষ্ঠিত মদীনাতুল উলুম দারুস সুন্নাহ মাদ্রাসা জামুরাইল, কামালপুর, জকিগঞ্জ সিলেট-এ গরীব শিক্ষার্থীদের মাঝে শনিবার নতুন বই বিতরণ করেন কামালপুর গ্রামের দুবাই প্রবাসী ফেরদাউস আহমদ। নতুন বই হাতে পেয়ে আনন্দে মেতে ওঠে শিক্ষার্থীগণ। উৎসবমুখর পরিবেশে এলাকার বিশিষ্টজনের উপস্থিতে বই বিতরণ করা হয়। ক্লাস ওয়ান থেকে ক্লাস এইট পর্যন্ত প্রায় শতাধিক শিক্ষার্থী নতুন বই পেয়েছে। বই বিতরণ অনুষ্টানে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার নায়েবে মুহতামিম হাফিজ মাওলানা সিদ্দীকুর রহমান, জামুরাইল মাদ্রাসার শিক্ষাসচিব হাফিজ মাওলানা জিয়াউর রহমান, দাতা ফেরদাউস আহমদের পিতা মাওলানা আহমদ হুসাইন ও মাদ্রাসার শিক্ষকগণ। পরিশেষে দোয়ার মাধ্যমে বই বিতরণ অনুষ্ঠান সমাপ্তি হয়।