শুক্রবার, ০৪ Jul ২০২৫, ০২:৩৩ অপরাহ্ন
চান মিয়া, বিশেষ সংবাদদাতা (সুনামগঞ্জ): ছাতকে স্কুল কমিটি ও এলাকাবাসির উদ্যোগে সপ্তাহে একদিন ৪শ’ ১৪ জন ছাত্রছাত্রীর মধ্যে ‘মিড ডে মিল’ তথা দুপুরের টিফিনের ব্যবস্থা করা হয়েছে। উপজেলার ভাতগাঁও ইউপির বরাটুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। রোববার বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস শাহিনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক সাদ উল্লাহ ও শিক্ষিকা ফারজানা বেগমের যৌথ পরিচালনায় আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাসির উল্লাহ খান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মানিক চন্দ্র দাস, ভাতগাঁও ইউপি চেয়ারম্যান মাস্টার আওলাদ হোসেন, দোলারবাজার ইউপি চেয়ারম্যান শায়েস্তা মিয়া, সুনামগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি বোর্ডের সচিব পীর মোহাম্মদ আলী মিলন, সুলেমানপুর প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সফিকুল ইসলাম, বাদে ঝিগলী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দিলবাহার বেগম। উপস্থিত ছিলেন শিক্ষানুরাগি ও সমাজসেবি ডাক্তার শাহ সৈয়দুর রহমান, হাজি মখলিছুর রহমান, হাজি তেরাব আলী, নূরুল আলম, কাপ্তান মিয়া, আব্দুল কুদ্দুছ, ইউপি সদস্য সাজুর মিয়া, সাবেক সদস্য আরশ আলী, খোয়াজ আলী, বাবুল মিয়া, মাসুক মিয়া, সিরাজুল ইসলাম, জুয়েল মিয়া, সুন্দর আলী, চুনু মিয়া, শিক্ষক আলী হোসেনসহ শিক্ষক-শিক্ষিকাসহ গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।