বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১০:৫১ অপরাহ্ন
ইমরান হোসাইন চৌধুরী, কানাইঘাট (সিলেট) সংবাদদাতা: ইউরোপ জমিয়তের সহ-সভাপতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থি, শাহবাগ জামিয়া মাদানিয়া ক্বাসিমুল উলূম জকিগঞ্জ সিলেটের স্বনামধন্য প্রিন্সিপাল মাওলানা ক্বারী আবদুল হাফীয দেশের উত্তরাঞ্চল এবং সুনামগঞ্জসহ সমগ্র দেশের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, আমাদের পার্শ্ববর্তি বৃহৎ রাষ্ট্র ভারত সারাবছর ফারাক্কার বাঁধ বন্ধ করে আমাদের শুকিয়ে মারলেও এই মৌসুমে যখন ভারতে পানি বেড়ে যায় তখনই ফারাক্ষার বাঁধ ছেড়ে দিয়ে বাংলাদেশের মানুষকে ডুবিয়ে মারার পরিকল্পনা হাতে নেয়। তেমনই এবারও ফারাক্ষার বাঁধ ছেড়ে দিয়ে বাংলাদেশের বন্যাপরিস্থিতি অস্বাভিক করে তুলেছে। যাতে এ পর্যন্ত শতাধিক মানুষ নিহত হয়েছেন, খোঁজে পাওয়া যাচ্ছেনা অনেককে। অসংখ্য গবাদিপশু মরে পঁচে গিয়ে অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে বন্যাদুর্গত অঞ্চল গুলোয়। খাদ্যের অভাবে মানুষ হাহাকার করছে। বিশুদ্ধ পানির অভাবে অনেক পানিবাহিত রোগ ছড়িয়ে পড়তে পারে বন্যাদুর্গতদের মাঝে। এমতাবস্থায় দেশবাসীসহ প্রবাসী ভাইবোনদেরকে নিজ নিজ সাধ্য অনুযায়ী বন্যাদুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি। সরকার এবং বিরোধীদলগুলোর প্রতিও তিনি আহবান জানিয়ে বলেন, দেশবাসীর এমন সংকটময় মুহুর্তে একে অন্যকে দোষারোপের রাজনীতি বাদ দিয়ে আসুন, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে বন্যাদুর্গত মানুষদের পাশে দাঁড়াই। আল্লাহপাক আমাদের এবং আপনাদের জাযায়ে খায়ের দান করুন।