শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৮:৩৩ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম: মায়ানমার সরকার কর্তৃক রোহিঙ্গা মুসলিমদের জাতিগত নির্মূলের যে অভিযান শুরু করেছে, তার নিন্দা জানিয়ে সর্বত্র বিরাজ করছে ক্ষোভ। এরই পরিপ্রেক্ষিতে সুনামগঞ্জের দিরাই শুক্রবার বাদ জুমআ স্থানীয় থানাপয়েন্টে এক মানববন্ধনের আয়োজন করে দিশারী সমাজ সচেতন ও অবক্ষয়রোধ সংঘ। সংঘের সভাপতি রুকুনুজ্জামানের সভাপতিত্বে ও মুসলিম উদ্দিনের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন মাওলানা নাজিম উদ্দিন, মাওলানা মুহাম্মদ আব্দুল বাছির সরদার, মহিউদ্দিন মিলাদ, মাওলানা কামাল হোসেন, মুশতাক আহমদ, মাওলানা সুজায়াত আহমদ, জুনাইদ আহমদ, মুজাহিদ আহমদ, জুবের সরদার দিগন্ত প্রমুখ।
বক্তারা নিরীহ-নির্যাতিত রোহিঙ্গা মুসলিমদের পাশে দাঁড়ানো ঈমানী দাবি উল্লেখ করে বলেন, বিশ্বের বিভিন্ন স্থানে মুসলিমদের নির্যাতন করা হচ্ছে। আমরা তা দেখে নীরবে সহ্য করতে পারবো না, দেশের সরকার প্রধানসহ দলমত নির্বিশেষে অসহায় রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে আহ্বান জানানো হয়।