সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ০৪:০৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১

রোহিঙ্গা হত্যার প্রতিবাদে বিজিএস-এর মানববন্ধন

আমার সুরমা ডটকম: মিয়ানমারের আরাকান রাজ্যে নির্বিচারে রোহিঙ্গাদের হত্যার প্রতিবাদে মৌনমিছিল ও মানববন্ধন করেছে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার স্বনামধন্য সামাজিক সংগঠন বাউল গীতিকার শিল্পী বাদক কল্যাণ সংস্থা (BGS), শনিবার বাদ জোহর দিরাই থানা পয়েন্টে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন সংস্থার প্রতিষ্ঠাতা ফারুকুর রহমান চৌধুরী, অর্থ সম্পাদক গীতিকার অরণ্য কিরণ বর্মন, সভাপতি বাউল সিরাজ উদ্দিন প্রমুখ। মানববন্ধনে সংগঠনের সাধারন সসম্পাদক তবলা বাদক জয়ন্ত কুমার সরকারের সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, আমরা মিয়ানমারের শান্তি চাই। আরাকানে নির্বিচারে মানুষ হত্যা বন্ধ হোক। ধর্মবর্ণ নির্বিশেষে রোহিঙ্গারা মানুষ। এদের বেচে থাকার অধিকার আছে। এ বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন আশাকরি। সেই সাথে বাংলাদেশে অবস্থানরত শরণার্থী রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়ে তাদের শান্তিপূর্ণ পরিবেশে নিজ দেশে ফেরত পাঠানো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন মাননীয় প্রধানমন্ত্রী। বক্তারা বলেন-১৯৭১ সালে শরণার্থী হয়ে আমরা ভারতে আশ্রয় নিয়েছিলাম, আমরা জানি এই শরণার্থী জীবন কত কষ্টের। তাই আমরা চাই শরণার্থীদের খাদ্য বস্ত্র দিয়ে সহযোগীতা করবে বাংলাদেশ সরকার। প্রয়োজনে আমরা সাংস্কৃতিক কর্মীগণ কিছু করতে না পারলেও অন্তত নিজেদের একবেলার খাবারের টাকা সঞ্চয় করে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দেব, তবু যেন বাংলাদেশে অবস্থানরত শরণার্থীদের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সহযোগীতার কমতি না হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com