শুক্রবার, ০৪ Jul ২০২৫, ০৩:২৪ অপরাহ্ন
আমার সুরমা ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা থেকে এক রোহিঙ্গা কিশোরকে আটক করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় সিলেট মেট্রোপলিটন এলাকার দক্ষিণ সুরমার লালাবাজার থেকে তাকে আটক করা হয়। আটক আল আমিন (১৫) মায়ানমারের আরাকান রাজ্যের বুড়িডং গ্রামের আবদুর রশিদের ছেলে। দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল বলেন, আটক আল আমিন সিলেট থেকে ত্রাণ নিয়ে যাওয়া একটি গাড়িতে ওঠে সিলেটে চলে আসে। স্থানীয়রা তাকে সনাক্ত করে পুলিশে খবর দেন। তাকে রোহিঙ্গা শরণার্থী শিবিরে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হবে।