সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:৩৬ অপরাহ্ন
আমার সুরমা ডটকম: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কুবাজপুর শাহজালাল (র) সুন্নিয়া দাখিল মাদরাসার উদ্যোগে (২৫ সেপ্টেম্বর সোমবার) মাদরাসা ক্যাম্পাস থেকে বাদ জোহর এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি কুবাজপুর শিবগঞ্জ এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কুবাজপুর শাহজালাল (র) সুন্নিয়া দাখিল মাদরাসার ময়দানে এক সমাবেশে মিলিত হয়।
মাওলানা শাহিদুর রহমানের সভাপতিত্বে ও শাহজালাল (র) ছাত্র সংসদের সভাপতি মোঃ নাজিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কুবাজপুর শাহজালাল (র) সুন্নিয়া দাখিল মাদরাসার সহকারী সুপার মাওলানা জমির উদ্দিন, সেচ্ছাসেবক দল জগন্নাথপুর উপজেলা শাখার সিনিয়র সভাপতি ও কুবাজপুর দারুল উলূম মাদরাসার প্রাক্তণ ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক মাসুম অাহমদ, কুবাজপুর শাহজালাল (র) সুন্নিয়া দাখিল মাদরাসার শিক্ষানুরাগী সদস্য মোঃ অাব্দুল কাদির, সহকারি শিক্ষক মাওলানা অাব্দুর রব, মাওলানা অাব্দুল হাই, মাওলানা ফয়সল অাহমদ, ফিরোজ শাহ, নিজাম উদ্দিন, অানছার মিয়া, লোকমান হেকিম, মাওলানা খাইরুল ইসলাম, মাওলানা রফিকুল ইসলাম ও অত্র মাদরাসার সহকারি শিক্ষক ও শিবগঞ্জ বাজার মসজিদের ইমাম মাওলানা শামছুল ইসলাম সুহেব, ছাত্র সংসদের দায়িত্বপ্রাপ্ত শুয়াইবুর রহমান, কাওছার অাহমদ, হুমায়ূন রশিদ, শিহাব হুসেন ও শাহঅালম ইমন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, মায়ানমারে যে রোহিঙ্গা নির্যাতন, নিপীড়ন চলছে। তা ইতিহাসের জঘন্য বর্বরতা ও গণহত্যা। গণমাধ্যমে মানুষ হত্যার দৃশ্য দেখে বিশ্বের বিবেকবান মানুষ নিশ্চুপ থাকতে পারেনা। বক্তারা অংসান সূচীর নোবেল পুরস্কার কেড়ে নেয়ার অাহবান জানান। পাশাপাশি অনতিবিলম্বে জাতীসংঘের মাধ্যমে রোহিঙ্গাদের সমস্যা সমাধানের দাবি জানান।প্রেস বিজ্ঞপ্তি