শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৯:২৬ অপরাহ্ন
বিশেষ প্রতিবেদক (সুনামগঞ্জ): প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সুনামগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের ত্যাগী ও অসুস্থ্য ১৪ জন নেতাকর্মীর মধ্যে ৯ লাখ ১০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন অসুস্থ্য ব্যক্তি ও তাদের স্বজনদের মধ্যে এসব চেক হস্তান্তর করেন। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্র চন্দ্র তালুকদার, সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, যুগ্ম-সম্পাদক শামীম আহমেদ মুরাদ, সদর ইউপি চেয়ারম্যান মোঃ সেলিম আহম্মদ, জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হোসেন রোকন, যুবলীগ নেতা তরিকুল ইসলাম পলাশ প্রমুখ।