সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:৪৮ অপরাহ্ন
জামালগঞ্জ (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। রোবার সকালে জামালগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম আল ইমরান এ দণ্ড প্রধান করেন। জানা যায়, হালির হাওরে ছাতিধরা বিলে প্রায় ১ কিলোমিটার দুরে হাওরে পানি নিষ্কাসনে ঘেরে বাঁধ সৃষ্টি করে ইজারাদারের লাঠিয়াল বাহীনী। উপজেলার সাধারণ কৃষকগণের অভিযোগের আলোকে উপজেলা নির্বাহী অফিসার গেল কয়েক দিন পূর্বে পরিদর্শনে গিয়ে ঘেরে বাঁধের কারণে পানি নিষ্কাসনের প্রতিবন্ধিকতা দুর করার জন্য ইজারাদাদের লোকদের পরামর্শ দিলে নির্দেশ না মেনে অশালীন আচারণের দায়ে রোববার সকালে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জামালগঞ্জ সদর ইউনিয়নে লক্ষীপুর গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে আমিরুল ইসলাম উমিরকে (৪০) ৬ মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেন। জামালগঞ্জ থানা পুলিশ সাজাপ্রাপ্ত আসামীকে জেল হাজতে প্রেরণ করেন।