সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:৪২ অপরাহ্ন
সাইফ উল্লাহ, বিশেষ প্রতিবেদক (সুনামগঞ্জ): সুনামগঞ্জের জামালগঞ্জ ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক আবু তৌহিদ জুয়েলের হত্যার দায়ে মানববন্ধন সোমবার সকালে ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ পাবলিক হাইস্কুলের মাঠে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। কাকিয়াম ও খলাপাড়া গ্রামবাসীর উদ্যোগে এতে ছাত্র, শিক্ষক ও অভিভাবকসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ এ মানববন্ধনে অংশ গ্রহণ করেন। মানববন্ধনের পরবর্তী প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত শিক্ষক নাজমূল হক বাচ্চু ও সেলবরষ ইউপি যুবলীগের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন সাকুর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রভাষক সুয়েবুর রহমান, শিক্ষক আনোয়ারুল হক, আবুল কালাম আজাদ হিরু, হারুন ওর রশিদ, মোনায়েম, জালাল উদ্দিন, সৈয়দ নূরুল এহিয়া শাহীন, ধর্মপাশা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক শাহ আব্দুল বারেক ছোটন, ইউপি যুবলীগ সভাপতি আবু সায়েম, যুবলীগ নেতা খাইরুল ইসলাম, ব্যবসায়ী আল আমিন, হেলাল মিয়া, মোফাজ্জল, আকিকুর মেম্বার প্রমূখ। বক্তারা বলেন, গত শুক্রবার সকালে ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের কাকিয়াম গ্রামের নিজ বাড়ি সীমানা নিয়ে পাশ্ববর্তী আব্দুল খালেক ও আব্দুর রাজ্জাকের সাথে কথা কাটাকাটি নিয়ে এ পর্যায়ে আব্দুল খালেক ও আব্দুর রাজ্জাক দল বল নিয়ে আবু তৌহিদ জুয়েলের উপর ঝাঁপিয়ে পড়ে। জুয়েল ঘটনাস্থলে অচেতন হয়ে যায় এ সময় স্থানীয়রা আবু তৌহিদ জুয়েলকে নিয়ে ধর্মপাশা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার থাকে মৃত্যু বলে ঘোষনা করেন। আমরা সন্ত্রাসীদের গ্রেফতার ও তাদের ফাঁসি চাই। অচিরেই সন্ত্রীদের আইনে আওতায় আনা হোক। নতুবা আমাদের আন্দোলন চলবেই চলবেই। আলোচনা শেষে একটি বিক্ষোভ মিছিল বাদশাগঞ্জ ডিগ্রি কলেজ হতে বাদশাগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।