মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০১:৩৫ পূর্বাহ্ন
সামিউল কবির, স্টাফ রিপোর্টার: উৎসাহ, উদ্দীপনা ও বর্ণাট্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো দক্ষিণ সুনামগঞ্জের ঐতিহ্যবাহী এমএ মান্নান প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা। দক্ষিণ সুনামগঞ্জের ডুংরিয়া গ্রামের উত্তরন ক্লাবের ব্যবস্থাপনা ও পরিচালনায় শনিবার সকাল ১০ ঘটিকায় ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজ ভেন্যুতে একযোগে পরীক্ষা শুরু হয়। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান (এমপি)। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য জহিরুল ইসলাম জহুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা হারুন-অর রশিদ, দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি নুর হোসেন, উত্তরন ক্লাবের সভাপতি মনিরুজ্জামান সুজন, সাধারন সম্পাদক জহিরুল ইসলাম অমিত, সিনিয়র সদস্য আমিনুল হক ও সৈয়দুর রহমান প্রমুখ। জানা যায়, প্রতিবারেই ন্যায় এবারও সদর উপজেলা, জগগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জের প্রায় ৭১২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে তার মধ্যে ৩০ জন পরীক্ষার্থী এতে অনুপস্থিত ছিল।