শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৬ অপরাহ্ন
মোঃ মানিক মিয়া, জামালগঞ্জ (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় মহান বিজয়ের মাসকে সামনে রেখে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাচনা বাজার ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রেজাউল করিশ শামীমের গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নে ভরতপুর গ্রামে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। গণসংযোগকালে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দিজেন্দ্র লাল দাস, প্রচার সম্পাদক অসিত চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এহসানুল হক পারভেজ, সাচনা বাজার ইউপি আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন, যুবলীগ নেতা আবুল হোসেন, বদিজ্জামান, রুবেল মিয়া, শামীম আহম্মেদ, উপজেলা যুবলীগ নেতা আবুল হোসেন, রুবেল মিয়া, শামীম আহম্মেদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আনফর আলী টুকু, যুগ্ম-আহবায়ক বিধান রায়, নজরুল ইসলাম, ছাত্রলীগ নেতা মিহির সরকার, রতন দেবনাথ, সাদ্দাম হোসেন, শুভমিয়া প্রমূখ। গণসংযোগকালে রেজাউল করিম শামীম বলেন, ছাত্র জীবন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের আদর্শে অনুপ্রাণিত হয়ে ডিজিটাল বাংলাদেশের জনক ও বিশ্বনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে তৃণমূল আওয়ামী লীগ সংগঠনকে শক্তিশালী করার লক্ষে জামালগঞ্জ আওয়ামী লীগ ও অঙ্গ সংহগঠনকে নিয়ে বিভিন্ন স্থানে ছুটে চলছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আজীবন কাজ করে যাব। বাংলাদেশ আওয়ামী লীগের সুনামগঞ্জ-১ আসনের সম্ভাব্য প্রাথী হিসাবে সকলের দোয়া চাই। আমাকে প্রার্থী মনোনীত করলে আমি সুনামগঞ্জ-১ আসন শেখ হাসিনাকে উপহার দেব ইনশাল্লাহ।