বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম : দলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল থেকেই হাজার হাজার নেতাকর্মী শেরেবাংলা নগরে শহীদ জিয়ার সমাধিস্থলে এসে পৌঁছান।এ সময় জনতার ঢল নামে। সোয়া ১১টার দিকে দলের চেয়ারপারসন খালেদা জিয়া সেখানে আসার পর সমাধিতে নিজের ও দলের পক্ষ থেকে ফুল দিয়ে দলের প্রতিষ্ঠাতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সংক্ষিপ্ত দোয়া ও মোনাজাতের পর খালেদা জিয়া তার গাড়ি যোগে বাসার উদ্দেশে রওয়ানা হন। এরপর দীর্ঘ সময় বৃষ্টির মধ্যেই ভিজে দলের নেতাকর্মীরা সেখানে অপেক্ষা করতে থাকেন। স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বৃষ্টিতে ভিজেই উপস্থিত গণমাধ্যম কর্মীদের কাছে প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের প্রতিক্রিয়া ব্যক্ত করেন।