মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৮:৩১ পূর্বাহ্ন
এম.সি কলেজ, প্রতিনিধি: সিলেট মুরারিচাঁদ কলেজ (এমসি) ক্যাম্পাসে ছাত্রলীগের বাধায় পণ্ড হয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৩৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি ও সমাবেশ করতে দেয়নি এম.সি ছাত্রলীগ। ছাত্রলীগের বাধার মুখে পশু হয়েছে বাম ছাত্ররাজনীতির সংগঠন বলে পরিচিত ছাত্রফ্রন্টের সমস্ত আয়োজন। ক্যাম্পাসের অবস্থানরত ছাত্র ফ্রন্টের নেতা-কর্মীদের সূত্রে জানা যায়, বুধবার (২৪ জানুয়ারি) সকাল ১২টার দিকে কলেজ ক্যাম্পাসের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালীর প্রস্তুতি নেয়ার সময় এমসি কলেজ ছাত্রলীগের কিছু নেতাকর্মী ছাত্রফ্রন্টের কর্মসূচী স্থলে আসে। এ সময় তারা ক্যাম্পাসে কোনো ধরনের মিছিল করা যাবেনা বলে হুঁশিয়ারি করেন।
ছাত্রফ্রন্ট নেতৃবৃন্দের সাথে কথা বলার এক পর্যায়ে ছাত্র ফ্রন্ট কর্মীদেরকে এলোপাথাড়িভাবে মারধর শুরু করে ছাত্রলীগ নেতাকর্মীরা। ছাত্রলীগ নেতাকর্মীরা কিল-ঘুষির পাশাপাশি বেল্ট ও বাঁশ দিয়ে কলেজ ছাত্রফ্রন্টের সদস্য সচিব আল আমিনসহ নিজেদের ১০-১২ জন কর্মীকে আহত করেছে বলে অভিযোগ করছে এম.সি কলেজ ছাত্রফ্রন্ট।
কলেজ ছাত্রফ্রন্টের আহ্বায়ক সাদিয়া তাসনিম নওশীন বলেন, আমাদের পূর্বঘোষিত প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচীতে বাধা দেয়া অগণতান্ত্রিক আচরণের বহি:প্রকাশ। আমরা বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে জানিয়েছি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, ‘ছাত্রফ্রন্ট ক্যাম্পাসে মিছিল দিতে চাইলে ছাত্রলীগের বাধার সম্মুখীন হয় বলে খবর পেয়েছি। কিন্তু কোন ধরনের মারামারি অথবা আহতের খবর শুনিনি।’ বর্তমানে পুলিশের একটি দল এমসি কলেজে অবস্থান করছে বলে তিনি জানান।
এদিকে প্রতিষ্টাবার্ষীকীতে এম.সি ছাত্রলীগের এই হামলার প্রতিবাদে বিকেলে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে ছাত্রফ্রন্টের কর্মীরা বিক্ষোভ মিছিল করবে বলে জানা যায়।