বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ১২:১৬ অপরাহ্ন
আশরাফ আহমেদ,এম.সি কলেজ প্রতিনিধি: সিলেটের মুরারিচাঁদ (এম.সি) কলেজে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) মহান ভাষা দিবষ উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও এমসি প্রশাষন চিত্রাংকন প্রতিযোগিতাটির আয়োজন করে। সকাল ১০টায় ত্রিয়েটার মুরারিচাঁদের কক্ষে অনুষ্ঠিত এই চিত্রাংকন প্রতিযোগিতায় এম.সি কলেজ শিশু বিদ্যালয়ের ৫৮ জন শিক্ষার্থী অংশগ্রহন করে।
এমসি কলেজ রোভার স্কাউট ও বিএনসিসির সদস্যদের দ্বারা এই পরিক্ষা কেন্দ্রের হল পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন রাষ্টবিঙ্গান বিভাগের সহকারি অধ্যাপক শামিমা চৌধরী। ৪৫ মিনিটের এই চিত্রাংকন প্রতিযোগিতার মূল বিষয় ছিল, বাংলাদেশের ছবি, উড়ন্ত পতাকা, শহিদ মিনার ও একটি মিছিলের দৃশ্য। যেখানে প্রথম, ২য় ও ৩য় স্থান অধিকারি এছাড়াও প্রতিযোগিতায় অংশ গ্রহণকারি সকল শিক্ষার্থীদেরকেই একটি করে সান্তনা পুরস্কার দেওয়া হবে।