বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৬:০০ অপরাহ্ন
আশরাফ আহমেদ, এম.সি কলেজ (সিলেট) সংবাদদাতা: নেপালের বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করল সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজের সাংস্কৃতিক সংগঠন ত্রিয়েটার মুরারিচাঁদ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল তিনটায় কলেজের শহিদ মিনারে মোমবাতি জালিয়ে সংগঠনটি শোক প্রকাশ করে।
এ সময় অন্যানের মধ্যে উপস্তিত ছিলেন ত্রিয়েটার মুরারিচাঁদের সাধারণ সম্পাদক দেবদাস চক্রবর্তী, অর্থসচিব রেজায়ুল করিম রাব্বি, এমসি কলেজ প্রেসক্লাবের সভাপতি সোহেল আহমেদ, সাধারণ সম্পাদক আজহার উদ্দিন শিমুল প্রমুখ। এছাড়াও কলেজের সাধারণ শিক্ষার্থীরা এতে অংশ নেয়।
এ সময় সংক্ষিপ্ত পরিসরে বক্তারা নেপালের বিমান দুর্ঘটনায় নিহত শহিদদের আত্বার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। পরে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।