শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৮:২২ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবৈধ সন্তানের জন্ম দিয়েছেন বলে দাবি করা হয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে।
ট্রাম্প টাওয়ারের সাবেক এক রক্ষীর বরাত দিয়ে এই বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করেছে সিএনএন।
ট্রাম্প ওয়ার্ল্ড টাওয়ারের সাবেক ফটকরক্ষী ডিনো সাজুদিনের দাবি করেন, এক গৃহকর্মীর সঙ্গে ট্রাম্পের অবৈধ সম্পর্ক ছিল। এর ফলে সন্তান জন্ম দেওয়ার মতো ঘটনাও ঘটেছিল।
এতদিন আমেরিকান মিডিয়া ইনকরপোরেশনের (এএমআই) সঙ্গে চুক্তি থাকায় মুখ খুলতে পারেননি সাজুদিন। এখন ওই চুক্তি থেকে মুক্তি পাওয়ায় ট্রাম্পের অবৈধ সন্তান জন্ম দেওয়ার ঘটনাটি জনসমক্ষে আনতে পারবেন বলে জানিয়েছেন তার আইনজীবী।
সিএনএন-এর কাছে ২০১৫ সালে এএমআই ও সাজুদিনের মধ্যে স্বাক্ষরিত চুক্তির বিশেষ কপি রয়েছে।
সূত্র: সিএনএন