বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১০:১৭ পূর্বাহ্ন
কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ):
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি বলেছেন, আওয়ামী লীগের নেতৃত্বে দেশ যেভাবে স্বাধীন হয়েছিল, ঠিক সেইভাবে আওয়ামী লীগের নেতৃত্বেই আজ দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে। দেশের মানুষ এখন উন্নত জীবনের স্বপ্নে দেখছে না তা বাস্তবে উপভোগ করছেন। দেশে কোন অভাব নেই। তিনি বলেন, একটি চক্র আছে এই দেশের উন্নয়ন চায় না, তারা দেশের খেয়ে এদেশে জন্মগ্রহণ করে দেশের মানুষকে গোলাম বানিয়ে রাখতে চায়। তারা দেশের শত্র“। এদের থেকে সাবধান থাকতে হবে। দেশের উন্নয়ন অগ্রযাত্রায় ঐক্যবদ্ধ ভাবে সবাইকে একসাথে কাজ করতে হবে। মন্ত্রী বলেন, দেশের মানুষ অতীতে অনেক সরকার দেখেছে কিন্তু কেউ কি এতো উন্নয়ন দেখেছেন? আওয়ামী লীগে ভোট দিয়েছিলেন বলেই আজ দেশের এতো উন্নয়ন হচ্ছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় এলাকাবাসীর আয়োজনে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের জেবিবি উচ্চ বিদ্যালয় মাঠে সিলেট শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৩ কোটি ১৬ লক্ষ টাকা ব্যয়ে ৪ তলা ভিত বিশিষ্ট ৪ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি।
আলোচনা সভায় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অ্যাড. রইছ উদ্দিন
আহমদের সভাপতিত্বে সমাজসেবী সোয়েব আহমদ জায়গীরদারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক আতাউর রহমান, আওয়ামী লীগ নেতা আসাদুর রহমান আসাদ, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান মোঃ সফিকুল ইসলাম, লন্ডন প্রবাসী আব্দুল হাই খান, বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি এখলাছুর রহমান, আওয়ামী লীগে যোগদানকৃত নেতা আব্দুল হাই জায়গীরদার রাজ মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি অ্যাড. বোরহান উদ্দিন দোলন, সাধারণ স¤পাদক মনিরুজ্জামান সুজন।
সভায় আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিবাস চন্দ্র বিশ্বাস, শাহী আলম খান, মাহিন খান, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, বিদ্যালয়ের সহকারি শিক্ষক মুখলেছুর রহমান, মাওলানা আজিজুল হক, এলাকাবাসী আক্তার হোসেন, রুহেল জায়গীরদার, সাজল মিয়া, সুজন মিয়া প্রমূখ।
উল্লেখ্য, জেবিবি উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভিত বিশিষ্ট ৪ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন পরবর্তী আলোচনা সভায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হাই জায়গীরদার রাজ মিয়া প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপির হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।