বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:৩৭ পূর্বাহ্ন
সিলেট প্রতিনিধি:
সুনামগঞ্জের ধর্মপাশার মধ্যনগর থানার গুমাই নদী থেকে এক অজ্ঞাতনামা কিশোরের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় ওই কিশোরের লাশ উদ্ধারের পর থানা পুলিশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
মধ্যনগর থানার ওসি সেরিম নেওয়াজ জানান, মধ্যনগর সদর ইউনিয়নের গলইখালী-নোয়াপাড়া গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত গুমাইখালী নদী থেকে মঙ্গলবার বিকেলে ১৪ থেকে ১৫ বছর বয়সী এক কিশোরের লাশ উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে থানা পুলিশ নিহত কিশোরের পরিচয় নিশ্চিত হতে পারেনি। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও জানা ওসি।