শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
জাতিসংঘে কথা বলতে এখন নিউইয়র্কে আহমেদ মোহামেদ

জাতিসংঘে কথা বলতে এখন নিউইয়র্কে আহমেদ মোহামেদ

file (2)আমার সুরমা ডটকম ডেক্স : নিউইয়র্কে জাতিসংঘের অধিবেশনে ২০টি দেশের আমন্ত্রিত অতিথির সাথে যোগ দিচ্ছে টেক্সাসের স্কুলছাত্র আহমেদ মোহামেদ। ১৪ বছর বয়সী বালক আহমেদও তার পরিবারের সাথে এ সপ্তাহে সেখানে উপস্থিত থাকছেন বলে জানা গেছে। গতকাল বুধবারে আহমেদের পরিবার নিউইয়র্কের উদ্দেশে রওয়ানা দেয়। কারণ জাতিসংঘের বেশ কিছু গণ্যমান্য ব্যক্তি আহমেদের সঙ্গে দেখা করতে আগ্রহী। প্রসঙ্গত, মুসলিম বালক আহমেদ তার শ্রেণীকক্ষে নিজের হাতে তৈরি একটি সাদাসিধা ঘড়ি বহন করায় টেক্সাসের ম্যাকঅথোর স্কুল থেকে সন্দেহবসত গ্রেফতার করে পুলিশ। স্কুলছাত্র আহমেদের একজন মুখোপাত্র জানায়, আহমেদের পরিবারের সদস্যরা এখানে তাদের এই ভ্রমণের বিবরণ দেবেন এবং তাদের বিষয়ে একটা সুব্যবস্থারও চূড়ান্ত হতে পারে বলে জানান। মধ্যপ্রচ্যসহ প্রায় সারাবিশ্বের ১৫-২০টি দেশ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান মুখোপাত্র ফাতেমা টেক্কো। তিনি জানান, এ ঘটনায় আহমেদ খুবই উত্তেজিত ছিল এবং তাকে দেখতে প্রফুল্ল মনে হয়েছে। তিনি বলেন, আহমেদকে অন্যান্য কিশোরদের ক্ষতায়নের উৎসাহ প্রদানের জন্য উদাহরণ স্বরূপ আমন্ত্রণ জানানো হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে মুসলিম বালক আদমেদ তার বানানো একটি ঘড়ি স্কুলে নিয়ে যাওয়ার পর বোমা সন্দেহে স্কুল শিক্ষক পুলিশকে খবর দেয়, পুলিশ আহমেদকে হাতকড়া পরিয়ে গ্রেফতার করে নিয়ে যায়। এ ঘটনায় আহমেদের পরিবার তাকে স্কুলটি থেকে ছাড়িয়ে নেয়। আহমেদের বাবা মোহাম্মদ সংবাদ সম্মেলনে বলেন, এভাবে  গ্রেফতারের ঘটনায় আহমেদের উপরে ক্ষতিকর প্রভাব ফেলেছে। আহমেদ ম্যাকআরথার স্কুলে ফিরে যেতে চায় না। বাচ্চারা আর সেখানে সুখী নয়। তিনি আরো জানান, আহমেদ বেশ কিছু স্কুল থেকে ভর্তি হওয়ার আমন্ত্রণ পেয়েছে, তবে একটি সিদ্ধান্ত নেয়ার আগে তিনি আরো সময় নিতে চান। তাছাড়া আহমেদ মুসলিম আতঙ্কের শিকার হয়েছেন বলে জানান তিনি। শিক্ষকের প্ররোচনায় স্কুল তথা সিটি মেয়র এ সিদ্ধান্ত নেয় এবং পুলিশ তাকে আটক করে। খবরটি ছড়িয়ে পড়লে ব্যাপক হৈ চৈ পড়ে যায় । মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আহমেদকে সহযোগিতা করার জন্য একটি টুইটার পোস্ট করেন এবং হোয়াইট হাউজে আহমেদকে আমন্ত্রণ জানান। তেমনি ফেইসবুক প্রতিষ্ঠাতা জুকার বার্গ আহমেদকে সহযোগিতা করার আশ্বাস দেন। একইভাবে গুগলের প্রকৌশলী, নাসা এবং ম্যনচুয়েটস ইনস্টিটিউট তাদের ক্যাম্পাসে ভ্রমণের জন্য আমন্ত্রণ জানায়। জাতিসংঘের অফিসিয়াল কর্মকর্তা মেথাস লিন্ডেমান জানান, জাতিসংঘের মহাসচিব বান কি মুনের পক্ষ থেকে তাকে আমন্ত্রণ জানানো হয়নি। তবে জাতিসংঘের সংস্থা থেকে সদস্য দেশগুলোর পক্ষ থেকে আহমেদকে আমন্ত্রণ করা সম্ভব। আহমেদের পরিবার থেকে জানানো হয় নিউইয়র্ক ভ্রমণের পরে তারা সউদি আরবের উদ্দেশে রওয়ানা হবেন। উল্লেখ্য, আহমেদের  গ্রেফতারের ঘটনা নিয়ে ব্যাপক সমালোচনা হওয়ার পর তার বিরুদ্ধে আনা অভিযোগ খুব দ্রুত প্রত্যাহার করে নেয়া হয়। বিবিসি, দ্যা ইন্ডিপেন্ডেন্ট।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com