রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৫:৪৫ পূর্বাহ্ন
সাইফ উল্লাহ, বিশেষ প্রতিবেদক (সুনামগঞ্জ):
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ফেনারবাঁক ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় নারী ও পুরুষের মাঝে ভিজিএফ এর চাউল বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে ইউনিয়নের গজারিয়া গ্রামে সুরমা নদীর পাশ্ববর্তী ভিজিএফ এর চাউল বিতরণ করা হয়। ভিজিএফ চাউল বিতলণ কালে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল, জামালগঞ্জ উপজেলা সহকারি শিক্ষা অফিসার গোলাম রাব্বী, উপজেলা নিবার্হী কার্যালয়ের অফিস সহকারী সৌরভ রায় পার্থ, ইউপি সদস্যা আক্তার বানু, ইউপি সদস্য আলী আহম্মদ, আসাদ আলী, মিল্টন, মোশারফ প্রমূখ।
জানা যায়, ফেনারবাক ইউনিয়নের ভিজিএফ এর ২৬.৭১৫ মেট্রিকটন চাউল ১ হাজার ৭শত ৮১ জনের মাঝে বিতরণ করা হয়। জনপ্রতি ১৫ কেজি করে সরকারীভাবে এই চাউল সহযোগীতা পাচ্ছে।