মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম ডেস্ক:
ঈদের নামাজে মুসল্লিদের ওপর দ্রুত গতিতে গাড়ি চালিয়ে ‘হামলা’র ঘটনা ঘটেছে ভারতে। এতে অন্তত ১৭ জন মুসল্লি আহত হয়েছেন। খবর ইন্ডিয়া টুডের।
দেশটির পুলিশ জানিয়েছে, বুধবার সকালে দিল্লির খুরেজি এলাকায় একটি মসজিদের কাছে এ ঘটনা ঘটেছে। এ ঘটনার পর ওই এলাকায় বিক্ষোভ শুরু হয়।
শাহদারার ডেপুটি পুলিশ কমিশনার মেঘনা যাদব বলেন, আহত ১৭ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরো বলেন, অভিযুক্ত গাড়ি চালকের ঠিকানা পেয়েছি, তাকে গ্রেফতার করা হবে।