শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে কয়েক লক্ষ মানুষ পবিত্র ঈদুল আযহার নামাজ আদায় করেছেন। নামাজ শেষে তাকবির ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে শাহী ঈদগাহ ময়দান। এর পর শুরু হয় ঈদের বিশেষ মোনাজত। এসময় মুসল্লীরা অশ্রুভেজা কন্ঠে ক্ষমা প্রার্থনা এবং রহমত কামনা মহান আল্লাহ পাকের কাছে।
সোমবার সকাল ৮টায় অনুষ্ঠিত এটি সিলেটে সর্ববৃহৎ ঈদের জামাত।
শাহী ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেছেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানসহ সিলেটের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন পবিত্র হজ পালনে সৌদি আরবে থাকায় এবার তিনি অনুপস্থিত রয়েছেন।