রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৪:০৬ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : নিউইয়র্কের ম্যানহাটানে জাতিসংঘের সদর দপ্তরের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী বিক্ষোভ করেছেন যুক্তরাষ্ট্র বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আর সেই বিক্ষোভে হঠাৎ উপস্থিত হয়ে সমর্থন জানান নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। এ নিয়ে রাজনৈতিক অঙ্গণে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থল থেকে বাংলাদেশি সাংবাদিক মোহাম্মদ মুশফিকুল ফজল আনসারি বলেন, রোববার সকালে যুক্তরাষ্ট্রের প্রায় বিভিন্ন স্টেট থেকে আগত যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীরা দলে দলে জাতিসংঘ সদর দপ্তরের সামনে অবস্থান নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী স্লোগান দিতে থাকে।