বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৬:৩১ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
সিলেট রেঞ্জের ডিআইজি জনাব মো: কামরুল আহসান বিপিএম বলেছেন অজোপাড়াগায়ের সাধারণ মানুষের কষ্ট লাঘব করা এবং পুলিশি সেবা মানুষের খুব কাছে নিয়ে যাওয়ার উদ্দেশ্য নিয়ে সম্প্রসারিত বিট পুলিশিং এর এ কার্যক্রম। এ কার্যক্রমে নির্দিষ্ট এলাকায় স্থায়ীভাবে দায়িত্ব পালনকারী পুলিশ অফিসার নিজ বিবেচনা থেকে এলাকায় পুলিশিং করে থাকবেন, এক্ষেত্রে তার নির্ধারিত এলাকায় অপরাধ সমস্যা সমাধানের ক্ষেত্রে এলাকাবাসীর হয়ে কাজ করবেন পুলিশ অফিসার। এলাকার মানুষের কাছে তাদের নিজেদের পুলিশ অফিসার বলেই প্রতীয়মান হবে। কেবল আইন প্রয়োগ বা শৃঙ্খলা রক্ষা নয়, এলাকার সকল সমস্যা সমাধানের নিয়ামক শক্তি বিট পুলিশিং কাজ করবে। ফৌজদারি, সামাজিক, পারিবারিক সমস্যা সমাধানের ক্ষেত্রেও বিট পুলিশিং অফিসার এগিয়ে আসবে। মাদক ব্যবসায়ী ও অন্য অপরাধীদের তালিকাও তৈরি করে ইউনিয়নে বসেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে, আপনারা তথ্য দিয়ে বিট পুলিশিং অফিসারকে সহযোগিতা করবেন এ আমার বিশ্বাস। বুধবার বিকাল ৪ টায় উপজেলার রাজানগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সম্প্রসারিত বিট পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৌম্য চৌধুরীর সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল্লাহ আল আমিন’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ জনিব কে এম নজরুল। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন সিকদার, সহকারী পুলিশ জনাব গৌতম দেব, দিরাই থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল, দিরাই উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহন চৌধুরী।