শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার:
করোনায় এ দুর্যোগময় সময়ে নিজ গ্রামের দুই শতাধিক পরিবারের পাশে দাঁড়ালেন জামিয়া ঝিগলীর নির্বাহী মুহতামিম ও সুনামগঞ্জ জেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা সাইদুর রহমানের পরিবার।
সুনামগঞ্জের ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের নিজ গ্রাম বৃহত্তর ঝিগলীর দুই শতাধিক দিনমজুর, কর্মহীন পরিবারের মাঝে তারা এ নগদ অর্থ প্রদান করেছেন।
তারা এ সহায়তা প্রদান করতে যেয়ে প্রচলিত কোনো ফটোসেশান করেন নি! কোনো অনুষ্ঠান করেন নি! লোক জড়ো করেন নি! বরং খামে করে নির্দিষ্ট বিপদগ্রস্ত মানুষের ঠিকানায় পৌঁছে দিয়েছেন। সত্যিই প্রশংসনীয় ও সাধুবাদ যোগ্য কর্মপন্থা।
লন্ডন থেকে তাঁর বড় দুই বোন ও দুলা ভাই,তাঁর বড় ভাই সকলে মিলে সহায়তার এ অর্থ প্রদান করেছেন। এছাড়া বিগত বছর রমজানে তাদের পরিবারের পক্ষ থেকে প্রায় ১৪ জন অসহায়, বিধবা নারীকে সেলাইয়ের মেশিন প্রদান করেছেন।এ বছরও আরো ৩টি পরিবারকে তারা টিউবওয়েল প্রদান করবেন।