শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৬:২৩ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
কুয়াকাটার কাছে বঙ্গোপসাগরে একটি বিরল প্রজাতির মাছ ধরা পড়েছে। এটি ‘টিয়া মাছ’ বলে জানিয়েছেন জেলেরা। ২৬ আগস্ট সকালে মনির মাঝি নামে এক জেলের জালে মাছটি ধরা পড়ে। পরদিন ২৭ আগস্ট বিকেলে কুয়াকাটার মহিপুর মৎস্যবন্দরের মৎস্য আড়তে মাছটি আনা হয়। বিরল প্রজাতির টিয়া মাছটি দেখার জন্য মৎস্য বন্দরের টিমন আড়তে ভিড় করেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী ও জেলেরা। পরে মাছটি মৎস্য ব্যবসায়ী ও কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি দিদার উদ্দিন আহমেদ মাসুমকে উপহার দেন ওই জেলে।
জেলেরা জানিয়েছেন, মাছটির নাম টিয়া মাছ। এ ধরনের মাছ সমুদ্রে খুব একটা দেখা যায় না। এই মাছের মুখের দিকটা গোল। দেখতে টিয়া পাখির মতো। এর ওজন মাত্র দুই কেজি এবং আঁশ খুব মোটা।