সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ-১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতন ও ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকনের বিরুদ্ধে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে ধর্মপাশা উপজেলার ‘৮২ গ্রাম সমন্বিত সনাতন ধর্মাবলম্বী’ নামের এক সংগঠনের উদ্যোগে মধ্যনগর জগন্নাথ জিউর আশ্রমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক অমরেশ রায় চৌধুরী।
এতে বলা হয়, গত বৃহস্পতিবার ধর্মপাশা উপজেলার সুনই মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ একাংশের লোকজন এমপি রতন ও উপজেলা পরিষদ চেয়ারম্যান রোকনের বিরুদ্ধে সংখ্যালঘু ব্যক্তিকে নির্যাতনের অভিযোগ এনে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে। এরই প্রতিবাদে রবিবার দুপুরে হিন্দু সম্প্রদায়ের লোকজন মধ্যনগরে সংবাদ সম্মেলন করে এমপি রতন ও উপজেলা পরিষদ চেয়ারম্যান রোকনের বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয় বলে দাবি করেন।