বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০৩:৩০ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ গুরুতর অসুস্থ। তাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়েছে। গত শনিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি জানান বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মো. মামুন হাসান।
বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব জানান, করোনাজনিত সমস্যা না থাকলেও রওশন এরশাদের ফুসফুসে কার্বন ডাই-অক্সাইডের মাত্রা বেড়ে গেছে। তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সিএমএইচে ভর্তি করা হয়। এরপর গতকাল তাকে সিসিইউতে নেওয়া হয়েছে।
রওশন এরশাদের আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার ছেলে রংপুর-২ আসনের সংসদ সদস্য রাহগীর আল মাহি সাদ এরশাদ। তিনি বলেছেন, আমার মা অসুস্থ, এ জন্য দেশবাসী সকলের কাছে তার রোগমুক্তির জন্য দোয়া চাচ্ছি। জাপা চেয়ারম্যান জি এম কাদের বিরোধী দলীয় নেতার রোগমুক্তি কামনায় সবার প্রতি আহবান জানিয়েছেন।