মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ০৯:০৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সমাজ ও রাষ্ট্রের দুষ্টচক্রকে নির্মূল করে দেশকে এগিয়ে নিতে হবে: বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী দিরাই পৌরসভার বাজেট পেশ সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় মাদকের চালান আটক দিরাইয়ের সেনা বাহিনীর অভিযানে গ্রেফতার ৪, গুলিতে নিহত নিরীহ আবু সাইদ হেফাজতে ইসলাম মিডল‍্যান্ডস শাখা গঠন: সভাপতি মাওলানা এখলাছুর রহমান, সেক্রেটারী মাওলানা এনামুল হাসান সাবীর হত্যার হুমকির শিকার শান্তিগঞ্জ প্রেসক্লাব সদস্য, থানায় জিডি দিরাই-শাল্লার উন্নয়নে ড. শোয়াইব আহমদকে জয়যুক্ত করতে হবে: মাওলানা আব্দুর রব ইউসুফী আল-হক্ব ফুযালা পরিষদের নতুন কমিটি গঠন পবিত্র হজ আজ সুনামগঞ্জে প্রস্তুত অর্ধ লক্ষাধিক কুরবাণীর পশু

দিরাইয়ে ‘তালই’ বলায় দু’পক্ষের সংঘর্ষ: আহত ২৫

amarsurma.com
দিরাইয়ে জলমহাল নিয়ে সংঘর্ষে অর্ধশতাধিক আহত

সাইফুর রহমান, স্টাফ রিপোর্টার:

দিরাইয়ে ‘তালই’ বলে সম্বোধন করায় এক সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গুরুতর আহত কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের পুরাতন কর্ণগাঁও গ্রামে রোববার সকালে।
দিরাই থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছয় মাস আগে পুরাতন কর্ণগাঁও গ্রামের লালমোহন বিশ্বাসের ছেলে রাজন বিশ্বাস ও শশাঙ্ক দেবনাথের মেয়ে শান্তনা দেবনাথ পরিবারের অমতে পালিয়ে বিয়ে করে। এ ঘটনায় মেয়ের পরিবার মামলা করলে প্রায় দেড়মাস হাজতবাস শেষে জামিন পায় রাজন বিশ্বাস। তবে শান্তনা তার স্বামীর সঙ্গেই বসবাস করছে।
সংঘর্ষের আগের দিন রাতে ছেলের ভাই সাজন বিশ্বাস মেয়ের চাচা নীরেশ দেবনাথকে তালই সম্বোধন করাকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটে। এরই জের ধরে রোববার সকালে দুই পক্ষ মুখোমুখি সংঘর্ষে জড়ায়।
সংঘর্ষে ছেলে পক্ষের আহতরা হলেন শ্যামচরণ বিশ্বাসের পুত্র যিতেশ বিশ্বাস (৩৫) ও হিরণ বিশ্বাস (৩০), আলধন বিশ্বাসের পুত্র লালমোহন বিশ্বাস (৬৫), তার স্ত্রী রেনু বিশ্বাস (৪৪), পুত্র স্বপন বিশ্বাস (১৭), সাজন বিশ্বাস (২২) ও রাজন বিশ্বাস (২৫), রাজন বিশ্বাসের স্ত্রী শান্তনা বিশ্বাস (২২), নগেন্দ্র বিশ্বাসের পুত্র দেবেন্দ্র বিশ্বাস (৪০), যোগেশ বিশ্বাসের পুত্র নিরঞ্জন বিশ্বাস (৪৫), দুলচরণ বিশ্বাসের মেয়ে ধরনী বিশ্বাস (৪০)।
মেয়ে পক্ষের ব্রজসুন্দর দেবনাথের পুত্র রবীন্দ্র দেবনাথ (৪০) ও ঝন্টু দেবনাথ (৩৫), রতিন্দ্র দেবনাথ, মনমোহন দেবনাথের পুত্র বাবুল দেবনাথ (৩৫), বিশ্বম্বর দেবনাথের স্ত্রী রুহিনী দেবনাথ (৬০), পুত্র বিপুল দেবনাথ (২৮), মৃত যাদু দেবনাথের পুত্র বনমালি দেবনাথ (৯০), দয়াময় দেবনাথের পুত্র প্রদীপ দেবনাথ (৩০), শামল দেবনাথ, কান্ত দেবনাথ, সুশংঙ্ক দেবনাথের স্ত্রী রেখা দেবনাথ (৩৫), রঞ্জু দেবনাথের স্ত্রী বিজয়া দেবী (৩৫)। আহতরা দিরাই সরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
গুরুতর আহতদের মধ্যে লালমোহন বিশ্বাস, বনমালী দেবনাথ, বিজয়া দেবী, বাবুল দেবনাথ, রবীন্দ্র দেবনাথ ও ঝন্টু দেবনাথকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকীরা দিরাই হাসপাতালে চিকিৎসাধীন।
খবর পেয়ে দিরাই থানা এসআই গোলাম ফাত্তাহের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে দিরাই থানার পুলিশ পরিদর্শক ওসি (তদন্ত) আকরাম আলী জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

amarsurma.com

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com