শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:৩৭ অপরাহ্ন
মুহাম্মদ আব্দুল বাছির সরদার:
চতুর্থধাপের চলতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুনামগঞ্জের দিরাই উপজেলার নয়টি ইউনিয়নের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা যায়, উপজেলার নয়টি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে ভাটিপাড়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোঃ শাহাজাহান কাজী (চশমা), বদরুল ইসলাম চৌধুরী (মোটর সাইকেল), মাহমুদুল হাসান চৌধুরী (নৌকা), বিজিত চন্দ্র দাস (ঘোড়া)।
এছাড়া সাধারণ সদস্য পদে ১নং ওয়ার্ডে আবুল সালাম (টিউবওয়েল), দেলোয়ার হোসেন (তালা), মোঃ ফরহাদ আলম খান (ফুটবল), মোঃ সিরাজুল ইসলাম (মোরগ), ২নং ওয়ার্ডে মোঃ শাহাদ্বীপ আলী (টিউবওয়েল), মোঃ সুন্দর আলী (ফুটবল), ৩নং ওয়ার্ডে কাজী জিলানী (মোরগ), কাজী সাজ্জাদ হুসাইন (ঘুড়ি), মোঃ আনোয়ার করিম (আপেল), মোঃ আফজাল চৌধুরী (ফুটবল), মোঃ ছালেক নূর (তালা), শামছুল ইসলাম (টিউবওয়েল), ৪নং ওয়ার্ডে মোঃ ছামিন নূর (ফুটবল), মোঃ জাহাঙ্গীর আলম জীবন (মোরগ), ৫নং ওয়ার্ডে মোঃ এমদাদ হোসেন চৌধুরী (ফুটবল), মোঃ ছাইফুল ইসলাম (টিউবওয়েল), মোঃ রুহেল আহমদ তালুকদার (মোরগ), ৬নং ওয়ার্ডে খোরশেদ আলম (তালা), তুরন মিয়া (মোরগ), মোঃ আইয়ুব খান (ঘুড়ি), মোঃ মামুন চৌধুরী (টিউবওয়েল), সৈয়দ সুমন আহমেদ (ফুটবল), ৭নং ওয়ার্ডে মোঃ আক্তার হোসেন (টিউবওয়েল), মোঃ মুজিবুর রহমান (মোরগ), রফিকুল ইসলাম (ফুটবল), ৮নং ওয়ার্ডে কর্ন চন্দ্র দাস (আপেল), দিপক চন্দ্র দাস (তালা), মোঃ মুজাহিদ খান (মোরগ), রবীন্দ্র চন্দ্র দাস (ফুটবল), ৯নং ওয়ার্ডে আফরুজ মিয়া (মোরগ), বকুল মিয়া (ফুটবল), সুমিত পাল (টিউবওয়েল), সহিবুর রহমান তালুকদার (তালা)।
সংরক্ষিত আসনের সদস্য পদে ১, ২ ও ৩নং ওয়ার্ডে মোছাঃ দিলারা বেগম (মাইক), মোছাঃ পিয়ারা বেগম (তালগাছ), মোছা রেনুকা বেগম (বক), ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে মোছাঃ আয়েশা বেগম (তালগাছ), মোছাঃ নাছরিন তালুকদার (বই), মোছাঃ সানিফা বেগম (মাইক), শাহিনা বেগম (হেলিকপ্টার), ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে জ্যোৎস্না রাণী দাস (হেলিকপ্টার), তাহমিনা বেগম (বক), নাহিদা বেগম (তালগাছ), সেপা বেগম (মাইক), হুসনা বেগম (বই)।
এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ২৬৮ জন, এরমধ্যে পুরুষ ৭ হাজার ৬৮৯ জন ও নারী ৭ হাজার ৫৭৯ জন।