শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:৪০ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এরই ধারাবাহিকতায় সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসন থেকে দলটির মনোনয়ন ফরম ক্রয় করে দাখিল করেছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সিলেট শাখার সাধারণ সম্পাদক সাবেক ভিপি এডভোকেট শামসুল ইসলাম। মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে আওয়ামী লীগের নিজস্ব ওয়েবসাইটে (অনলাইন) মনোনয়ন ফরম দাখিল করেন তিনি। মনোনয়ন ফরম জমাদান শেষে সিলেট জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন এডভোকেট শামসুল ইসলাম।
শ্রদ্ধাঞ্জলী নিবেদনকালে উপস্থিত ছিলেন ঘাতক দালাল নির্মুল কমিটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিলেট জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল, সিলেট আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট হোসেন আহমদ, শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ চৌধুরী, ঘাতক দালাল নির্মুল কমিটির সিলেট জেলার যুগ্ম-সম্পাদক মনোজ কপালী মিন্টু, হাওর উন্নয়ন পরিষদের সভাপতি মনোরঞ্জন তালুকদার, এডভোকেট দেলোয়ার হোসেন দিলু, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এডভোকেট আলাউদ্দিন, দিরাই ধল উন্নয়ন সংসদের সভাপতি সাংবাদিক খালেদ মিয়া, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এডভোকেট একরামুল হাসান শিরু, সিলেট জেলা আইনজীবি সমিতির সহ-সম্পাদক এডভোকেট তোফায়েল আহমদ, এডভোকেট প্রসেন চক্রবর্তী প্রনয়, এডভোকেট অরুন দেবনাথ, এডভোকেট স্বাধীন, এডভোকেট সাইফুল ইসলাম, সুনামগঞ্জ সমিতির সহ-সভাপতি তারা মিয়া তালুকদার, আখলাক হোসেন, দৈনিক ভোরের কাগজের দিরাই প্রতিনিধি জাকারিয়া হোসেন জুসেফ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, পারভেজ বিশ্বাস, শাল্লা আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন, সেবচ্ছাসেবক লীগ নেতা মোহন মিয়া, জাকারিয়া চৌধুরী জাকি, শামীম আহমদ, বশির আহমদ, ডিপজল পার্থ, এজাজ আহমদ, সেলিম, এমদাদ, তারেক আহমদ, বাবুল খান মুন্না, জুনেদ, সেলিম আহমদ, এমদাদ হাসান, সাঈদ ইকবাল প্রমুখ।
মনোনয়ন ফরম দাখিলকালে দিরাই ও শাল্লা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট শামসুল ইসলাম বলেন, মহান মুক্তিযুদ্ধে আমার ভাইকে হারানো শোককে বুকে লালন করে বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে মানুষের জন্য কাজ করে যাচ্ছি। আমাদের হাওরপাড়ের কৃতিসন্তান, জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তের হাত ধরে দিরাই-শাল্লার প্রতিটি এলাকা চষে বেড়িয়েছি। দিরাই-শাল্লার আওয়ামী লীগ পরিবারসহ সকল শ্রেণিপেশার মানুষের সাথে রয়েছে আমার আত্মার সম্পর্ক। দল আমাকে মনোনয়ন দিলে আমার বিশ্বাস, দিরাই-শাল্লা আসনটি জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে পারবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের প্রতিটি মানুষের জীবনের উন্নয়ন হয়েছে। সাধারণ ভোটার চায় এই উন্নয়নের ধারাবাহিকতা। আমিও মানুষের জন্য কাজ করতে চাই। দলীয় মনোনয়ন পেলে দিরাই-শাল্লা আসনে নৌকার জয় হবেই।