শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০২:০৮ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
প্রায় দুই সপ্তাহ পর দেখা মেলেছে সূর্যের, তবে কমেনি শীতের তীব্রতা। গতকাল বৃহস্পতিবারও সুনামগঞ্জের দিরাইয়ে সকাল ১০টা পর্যন্ত তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। দিনের তাপমাত্রা কিছুটা উন্নতি হলেও রাতেই আবার নিচে নেমে যাচ্ছে। ভোর রাতে ১৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে তাপমাত্রা। ফলে হাড় কাঁপানো শীতে স্বাভাবিক জীবনে ঘটেছে ছন্দপতন। দিনের অর্ধেক সময় কিছুটা রোদ থাকলেও সাধারণ ও শ্রমজীবি নিম্ন আয়ের মানুষ কাজ করতে পারেনি ঠিকমতো। পাশাপাশি দমকা হাওয়ায় বাড়িয়ে দেয় শীতের গতি।
খোঁজ নিয়ে জানা যায়, পৌষের শেষদিকে শুরু হওয়া শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশায় উপজেলার সাধারণ মানুষের জীবনে ছন্দপতন ঘটে। দেখা দিয়েছে সর্দি-কাশি, শ্বাসকষ্ট-নিউমোনিয়া, চর্মসহ নানা রোগ। বিশেষজ্ঞ চিকিৎসকগণ এই সময়ে সচেতনতার সাথে সকলকে থাকতে পরামর্শ দিয়েছেন।