শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:৪১ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
ছাত্র জমিয়ত বাংলাদেশ দিরাই উপজেলা শাখার উদ্যোগে রমযানের তাৎপর্য শীর্ষক আলেঅচনা সভা ও ইফতার মাহফিল ১৯ রমজান মুতাবেক ৩০ মার্চ শনিবার স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। শাখার ভারপ্রাপ্ত সভাপতি আইয়ুব খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিরাই উপজেলা জমিয়তের সভাপতি শায়েখ মাওলানা মুহিউদ্দিন কাসেমী।
শাখার সাধারণ সম্পাদক আসআদ আহমদ তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়তের সাবেক সফল সাধারণ সম্পাদক সাংবাদিক মাওলানা আব্দুল বাছির সরদার, উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মুখতার হোসেন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মাওলানা হেলাল আহমদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা আবিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ মারুফ আহমদ ঈসা, দিরাই পৌর জমিয়তের আহ্বায়ক মাওলানা হাবিবুর রহমান, সদস্য সচিব মাওলানা ওবায়দুল হক চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুকিত।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক ছাত্রনেতা জিয়াউল করিম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জগদল ইউনিয়ন জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা সাদিকুর রহমান, রাজানগর ইউনিয়ন জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা সুজাত আহমদ, যুব জমিয়ত দিরাই উপজেলার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ রাজী, সহ-সাংগঠনিক সম্পাদক উবায়দুল্লাহ তাহমিদ, ছাত্রনেতা জুনাইদ আহমদ চৌধুরী, দিরাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাজু চৌধুরী, সদস্য সচিব তানভীর চৌধুরী, উপজেলা ছাত্র জমিয়তের সাংগঠনিক সম্পাদক কয়েস আহমদ তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক মুশতাক আহমদ, দিরাই পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হোসাইন আহমদ, ছাত্র জমিয়ত দিরাই জামেয়া শাখার সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান, রাজানগর ইউনিয়ন ছাত্র জমিয়তের সভাপতি জুনায়েদ খাঁন, জুবায়ের আহমদ খাঁন, শেখ মারুফ হাসান, আব্দুল্লাহ, জুবায়ের রানা, জাবেদসহ বিভিন্ন শাখার দায়িত্বশীল ও কর্মী সমর্থকবৃন্দ। পরিশেষে শায়েখ মাওলানা মুহিউদ্দিন কাসেমির দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
আলোচনা সভায় বক্তারা রমযানের তাৎপর্য তুলে ধরেন এবং জমিয়তের ছায়াতলে সমবেত হওয়ার আহ্বান জানান। পাশাপাশি ধর্মীয় কাজে বাঁধা প্রদান, ইফতার মাহফিলে নিষেধাজ্ঞা ও আক্রমণ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, মন্ত্রী-এমপিদের বেফাঁস মন্তব্য রোধে সরকারের কঠোর হস্তক্ষেপ কামনা করা হয়।