মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০৮:৩৯ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
ছাত্র জমিয়ত বাংলাদেশ, দিরাই উপজেলা শাখার অন্যতম অধীনস্থ করিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল অধিবেশন দিরাইয়ের জালাল সিটি সেন্টারের ২য় তলায় শুক্রবার বিকেলে সফল ও সুন্দরভাবে সম্পন্ন হয়। শাখার সভাপতি আসহাবুর রহমানের সভাপতিত্বে ও ছাত্র জমিয়ত করিমপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ মোস্তাক সরদারের পরিচালনায় প্রথমেই মানবতার মুক্তির সনদ আল কুরআন থেকে তিলাওয়াত করেন ছাত্রনেতা নাছরুল্লাহ আল হাবিব।
প্রধান অতিথি’র বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল বাছির সরদার। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ দিরাই উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক মাওলানা মুখতার হুসাইন চৌধুরী। বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ করিমপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাওলানা সাদিকুর রহমান সরদার আকবর, ছাত্র জমিয়ত বাংলাদেশ দিরাই উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক কয়েছ আহমদ তালুকদার প্রমুখ।
বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত বাংলাদেশ দিরাই উপজেলা শাখার সভাপতি ছাত্রনেতা আইয়ূব খান, সাধারণ সম্পাদক ছাত্রনেতা আসআদ আহমদ তালুকদার।
ছাত্র জমিয়ত বাংলাদেশ দিরাই উপজেলা শাখা কর্তৃক ২ বছর মেয়াদি ১৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়। সভাপতি মুহাম্মদ মুস্তাক সরদার, সহ-সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক হাব্বান আহমদ, যুগ্ম- সম্পাদক হাফিয আল মামুন, সাংগঠনিক সম্পাদক বদরুল আমীন, প্রচার সম্পাদক জাবের আহমদ, অর্থ সম্পাদক আজহারুল ইসলাম, সাহিত্য সম্পাদক হাফিয ছাব্বির আহমদ সরদার, প্রশিক্ষণ সম্পাদক মুজাহিদ আহমদ, পাঠাগার সম্পাদক মুজাহিদ আহমদ, অফিস সম্পাদক হাফিয আব্দুল্লাহ সরদার, নির্বাহি সদস্য শেখ সিরাতে মুস্তাকিম, সদস্য আলী আকবর।