বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ০৫:২৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের গণমুক্তি জোটের সমন্বয়ক ও জাতীয় সংসদ নির্বাচনে জোটের মনোনীত প্রার্থী মোঃ রশিদ মিয়া নির্বাচনী এলাকার মানুষের পাশে থাকার অঙ্গিকারের অংশ হিসেবে আবারো নিজ এলাকায় অবস্থান করে সাধারণ জনগণের খোঁজ-খবর নিচ্ছেন।
খোঁজ নিয়ে জানা যায়, গণমুক্তি জোটের সমন্বয়ক মোঃ রশিদ মিয়া তার নির্বাচনী এলাকার মানুষের সেবার লক্ষ্যে প্রতিনিয়ত খোঁজ-খবর নেয়া ছাড়াও বিভিন্ন সেবা দিয়ে থাকেন। তাছাড়া যখনই কোন বিশেষ প্রয়োজন দেখা দেয়, এলাকার মানুষের স্বার্থে তাৎক্ষণিক ছুটে আসেন নিজ এলাকায়। সাধারণ জনগণ তার এমন খোঁজ-খবর নেয়াকে রাজনীতির অঙ্গণে একটি ব্যতিক্রমী উদাহরণ হিসেবেই দেখছেন বলে অনেকেই মতামত দিয়েছেন। তারা মনে করেন, বিগত দিনে যারা রাজনীতির মাঠ ছষে ছিলেন, তারাও যদি সময়মতো আন্তরিকতার সাথে সাধারণ মানুষের খোঁজ-খবর নিতেন, তবে এতো দিনে দিরাই-শাল্লাবাসির অনেক পরিবর্তন চলে আসতো।