জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সভাপতি ও কেন্দ্রীয় জমিয়তের যুগ্ম-মহাসচিব ডঃ মাওলানা শুয়াইব আহমদ বাংলাদেশের দীর্ঘ দিনের সফর শেষে লন্ডন প্রত্যাবর্তন করেছেন। এ উপলক্ষে গত ৮ জুলাই মঙ্গলবার বিকেলে ইষ্ট লন্ডনের একটি রেস্টুরেন্ট মিলনায়তনে মাওলানা শুয়াইব আহমদের সাথে ইউকে জমিয়তের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট মিডিয়া ভাষ্যকার মুফতি আবদুল মুনতাকিম, সহ-সভাপতি হাফিজ মাওলানা সৈয়দ তামীম আহমদ, সহ-সভাপতি হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী ও ইউকে জমিয়তের জেনারেল সেক্রেটারি মাওলানা সৈয়দ নাঈম আহমদ প্রমুখ এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
এ সময় নেতৃবৃন্দ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। মাওলানা শুয়াইব আহমদ দেশ ও জাতির বর্তমান সন্ধিক্ষণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রতি গুরুত্বারোপ করেন। উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলামের সম্ভাব্য প্রার্থী ড. মাওলানা শুয়াইব আহমদ, যুগ্ম-মহাসচিব জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও সভাপতি, জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে, সম্ভাব্য প্রার্থী সুনামগঞ্জ-২; হাফিজ মাওলানা সৈয়দ তামীম আহমদ, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও সহ-সভাপতি, ইউকে জমিয়ত, সম্ভাব্য প্রার্থী সুনামগঞ্জ-৩; হাফিজ হোসাইন আহমদ বিশ্বনাথী, কেন্দ্রীয় নির্বাহী সদস্য, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও সহ-সভাপতি, ইউকে জমিয়ত, সম্ভাব্য প্রার্থী সিলেট-২।