বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৬:১৬ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
‘কৌশল যদি জানা থাকে, বজ্রপাতে রক্ষা মেলে’ শ্লোগানে অনুষ্ঠিত হলো বন্যা ও বজ্রপাত বিষয়ক সেমিনার। সুনামগঞ্জের দিরাই উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হওয়া এ সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সন্জীব সরকার।
বক্তব্য রাখেন উপজেলা স্বাস্ব্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর চন্দ্র দাস, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সন্দীপন মজুমদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রাজ্জাক, ইউনিসেফের প্রতিনিধি ডক্টর তানভীর সজীব, সাংবাদিক মুহাম্মদ আব্দুল বাছির সরদারসহ বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধি, মৎস্য ও কৃষি বিভাগের প্রতিনিধি, জেলে ও কৃষক প্রতিনিধি। বক্তারা বন্যা ও বজ্রপাত থেকে আত্মরক্ষার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন এবং সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।