শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাই বাজার মহাজন সমিতির নির্বাচন সম্পন্ন দিরাই বাজার মহাজন সমিতির নির্বাচন আগামিকাল: প্রতি পদেই লড়াই হবে হাড্ডাহাড্ডি মাওলানা মুশতাক আহমদ গাজিনগরীর হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়ের: আটক ১ দিরাইয়ে মাওলানা মুশতাক গাজীনগরীর হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নিখোঁজের ৩ দিন পর জমিয়ত নেতা মুশতাক গাজিনগরীর লাশ উদ্ধার ইউ.কে জমিয়ত সাউথ ওয়েস্ট ইংল্যান্ড শাখা গঠিত: অলিউর রহমান সভাপতি, আবদুর রহীম সেক্রেটারি দিরাইয়ে মানসিক ভারসাম্যহীন যুবকের লাশ উদ্ধার ত্রয়োদশ জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা বুরসায় ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর মুসলিম স্কলার্স-এর উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত দিরাইয়ে বজ্রপাত নিরোধ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

দিরাই বাজার মহাজন সমিতির নির্বাচন সম্পন্ন

amarsurma.com
দিরাই বাজার মহাজন সমিতির নির্বাচন সম্পন্ন

মুহাম্মদ আব্দুল বাছির সরদার:
বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বহুল আখাক্সিক্ষত সুনামগঞ্জের দিরাই বাজার মহাজন সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দিরাই উচ্চ বিদ্যালয়ে ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দিরাই বাজার মহাজন সমিতির আহ্বায়ক কমিটির আহ্বায়ক হাজী মোঃ নূর মিয়া, সদস্য মোঃ সিজিল মিয়া, মোঃ মশাহিদ মিয়া, মোঃ মাজু মিয়া সরদার, মুখতার হোসেন চৌধুরী, ভুট্টো মিয়া প্রমুখ।
প্রাপ্ত ফলাফলে দেখা যায়, বর্তমানে দিরাই বাজার মহাজন সমিতির আওতাধীন ঘর মালিক ও ব্যবসায়ি মিলে মোট ভোটার ৭৬৭ জন। এরমধ্যে ভোট পড়েছে ৭২৭টি, ভোটের হার ৯৪ দশমিক ৭৮ শতাংশ। অনুষ্ঠিত নির্বাচনে ৫টি পদের বিপরীতে একটি প্যানেলসহ মোট প্রার্থী হয়েছেন ১৫ জন। পদগুলোর মধ্যে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ রয়েছে। প্রতি পদেই ৩ জন করে প্রার্থী হয়েছে।

amarsurma.comসূত্র মতে, সভাপতি পদে মেসার্স নাঈমা ফলের আড়তের স্বত্ত্বাধিকারী মোঃ নূরুল হক (আনারস) পেয়েছেন ৩১৪ ভোট, নিজটতম প্রতিদ্বন্দ্বী পানসী বিলাস রেস্টুরেন্ট ও আব্দুল হান্নান রেস্টুরেন্টের স্বত্ত্বাধিকারী মোঃ আশরাফ আলী (ছাতা) পেয়েছেন ২৮৩ ভোট, রাসেল ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী মোঃ রাসেল চৌধুরী (মোটর সাইকেল) পেয়েছেন ১২২ ভোট। সহ-সভাপতি পদে জয় ইলেকট্রনিক্সের স্বত্ত্বাধিকারী হান্নান অর রশিদ (কলস) পেয়েছেন ৪৯৫ ভোট, হোসাইন স্টোরের স্বত্ত্বাধিকারী নজরুল ইসলাম (হারিকেন) পেয়েছেন ৮৫ ভোট, নয়ন টেইলার্সের স্বত্ত্বাধিকারী মনোরঞ্জন চক্রবর্তী (টেলিভিশন) পেয়েছেন ১৩৫ ভোট। সাধারণ সম্পাদক পদে সিট বিতানের পরিচালক মোঃ ছদরুল আমিন বাদশা (চশমা) পেয়েছেন ২৫৬ ভোট, ফিরোজ স্টোরের স্বত্ত্বাধিকারী ফিরোজ মিয়া (ফুটবল) পেয়েছেন ১৯৩ ভোট, মাছুম ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী মোঃ আল-মাসুদ (ফ্যান) পেয়েছেন ২৬৯ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে সেবা ডেকোরেটার্সের স্বত্ত্বাধিকারী মোঃ জুলহাস আহমদ (মোরগ) পেয়েছেন ৩১৩ ভোট, অনন্ত স্টুডিওর স্বত্ত্বাধিকারী লিটন তালুকদার লিটু (মোবাইল) পেয়েছেন ১৬৫ ভোট, মেসার্স রত্না এন্টারপ্রাইজ ও বর্ণ সরিষা অয়েল মিলের স্বত্ত্বাধিকারী রঞ্জিত বৈষ্ণব (বাঘ) পেয়েছেন ২৩৯ ভোট। কোষাধ্যক্ষ পদে শায়ান ডিপার্টমেন্টাল স্টোরের স্বত্ত্বাধিকারী মোঃ জিয়াউর রহমান জিয়া (হাঁস) পেয়েছেন ৩৪১ ভোট, একতা বাণিজ্যালয়ের স্বত্ত্বাধিকারী জুয়েল চন্দ্র সরকার (বালতি) পেয়েছেন ২০২ ভোট, আর.এস হোমিও প্যাথিকের স্বত্ত্বাধিকারী ডা. লিটন রায় (টিউবওয়েল) প্রতীকে পেয়েছেন ১৬৮ ভোট।

মহাজন সমিতি সূত্রে জানা যায়, গত ১-৫ সেপ্টেম্বর ছিল মনোনয়নপত্র সংগ্রহ, দাখিল ৬-৭ সেপ্টেম্বর, বাছাই ৮ সেপ্টেম্বর, প্রার্থীরা প্রত্যাহার ৯ সেপ্টেম্বর, প্রতীক বরাদ্দ ১০ সেপ্টেম্বর ও ভোট গ্রহণ ২০ সেপ্টেম্বর শনিবার। ৩ বছর মেয়াদি বাজার কমিটির সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০২০ সালের ৮ ফেব্রুয়ারি শনিবার।

amarsurma.com

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com