শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৭:২৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
পাকিস্তানের প্রখ্যাত স্কলার মাওলানা ফজলুর রহমান: ভৌগোলিকভাবে বিভক্ত হলেও আমাদের আদর্শে ভিন্নতা নেই

পাকিস্তানের প্রখ্যাত স্কলার মাওলানা ফজলুর রহমান: ভৌগোলিকভাবে বিভক্ত হলেও আমাদের আদর্শে ভিন্নতা নেই

amarsurma.com
পাকিস্তানের প্রখ্যাত স্কলার মাওলানা ফজলুর রহমান: ভৌগোলিকভাবে বিভক্ত হলেও আমাদের আদর্শে ভিন্নতা নেই

আমার সুরমা ডটকম:

জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি ও মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী নেতা মাওলানা ফজলুর রহমান বলেছেন, ভৌগোলিকভাবে আমরা আলাদা আলাদা দেশে বিভক্ত হলেও আমাদের আদর্শে কোনো ভিন্নতা নেই। শরিয়ত, তরিকত ও রাজনীতিÑ এই তিনটি উপাদানের সমষ্টির নাম ইসলাম। সুতরাং একটিকে অপরটি থেকে পৃথক করে দেখার কোনো সুযোগ নেই। ফিদায়ে মিল্লাত মাওলানা আসআদ মাদানী রহ.-সহ সব উলামায়ে দেওবন্দ এই মতাদর্শ লালন করে গেছেন। আমরাও তাদের পথ ধরে এভাবেই পরিচালিত হওয়ার চেষ্টা করছি। বাংলাদেশ স্বাধীন ও পৃথক রাষ্ট্র হলেও আমাদের আত্মিক বন্ধন এখনো অটুট রয়েছে। গতকাল রাজধানীর কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ফিদায়ে মিল্লাত ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত ভারতের দারুল উলুম দেওবন্দের প্রধান পৃষ্ঠপোষক ও জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি ফিদায়ে মিল্লাত মাওলানা সাইয়েদ আস‘আদ মাদানী রহ.-এর জীবন ও কর্ম বিষয়ক আলোচনা সভা ফিদায়ে মিল্লাত কনফারেন্সে’ প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ফজলুর রহমান এসব কথা বলেন।

মাওলানা ফজলুর রহমান পবিত্র কুরআনের বিভিন্ন আয়াতের উদ্ধৃতি দিয়ে আরো বলেন, মহান আল্লাহ মানবজাতিকে সব সৃষ্টির মাঝে শ্রেষ্ঠত্বের আসন দিয়ে মানবজীবনের সর্ব অঙ্গনে কাজ করার হুকুম করেছেন। যথাযথ নিয়মে এসব কাজ আঞ্জাম দিয়ে সফলতার কাক্সিক্ষত গন্তব্যে পৌঁছার পথে সম্ভাব্য সমুদয় প্রতিকুলতা ও প্রতিবন্ধকতা দূর করাই হলো ইসলামী রাজনীতি। সুতরাং রাজনীতিকে ইসলাম থেকে আলাদা করে রাখার কোনো অবকাশ নেই। মাওলানা ফজলুর রহমান বলেন, মানুষের প্রথম ও মৌলিক অধিকার হচ্ছে স্বাধীনতা। ভারত উপমহাদেশের স্বাধীনতার জন্য অসংখ্য আলেম তাদের জীবন উৎসর্গ করেছেন। আমার পিতা মুফতি মাহমুদ রহ. এবং ফিদায়ে মিল্লাত মাওলানা আস‘আদ মাদানী রহ. বাংলাদেশের স্বাধীনতার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার ভ্রাতৃত্বের বন্ধন আরো সুদৃঢ় হোক এটাই আমাদের কামনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ মাদরাসার মুহতামিম মাওলানা বাহাউদদীন যাকারিয়া ও ফিদায়ে মিল্লাত ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা মাসরুর আহমদ। সম্মেলনটি যৌথভাবে পরিচালনা করেন মুফতি ইমরানুল বারী সিরাজী, মুফতি নাছির উদ্দিন খান, মুফতি জাবের কাসেমী এবং মাওলানা সাইফুদ্দিন ইউছুফ ফাহিম।

জমিয়তে উলামায়ে হিন্দ ভারতের সভাপতি মাওলানা সাইয়েদ মাহমুদ মাদানী বলেন, “আমার পিতা ফিদায়ে মিল্লাত মাওলানা সাইয়েদ আস‘আদ মাদানী রহ. ছিলেন দ্বীনের এক নিবেদিতপ্রাণ সৈনিক। ইসলাম, মুসলমান, দেশ ও উম্মাহর কল্যাণে তিনি সারা জীবন নিরলসভাবে কাজ করেছেন। নির্যাতিত ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছেন, এমনকি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে দিল্লির রাজপথে মিছিলও করেছেন।”

তিনি আরো বলেন, “বিশ্বের বিভিন্ন দেশের ইসলামিক স্কলারদের উপস্থিতিতে আমরা তাঁর প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেনÑ মাওলানা আস‘আদ মাদানীর ছোট ছেলে মাওলানা মওদুদ মাদানী, জমিয়তে উলামা পাকিস্তানের মাওলানা খালেদ সিদ্দিকী এমপি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, জমিয়তে উলামা পাকিস্তানের সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল গফুর হায়দারী, মাওলানা ফয়সাল নাদিম, মুফতি শাহ সদরুদ্দিন (ইউরোপ), মাওলানা আলিমুদ্দিন দুর্লভপুরী, মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা নাজমুল হাসান কাসেমী, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মুফতি মনির হোসাইন কাসেমী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব শাইখুল হাদিস ড. গোলাম মহিউদ্দিন ইকরাম, মাওলানা ড. শুয়াইব আহমদ, মাওলানা রশিদ বিন ওয়াক্কাস, মাওলানা ওয়ালী উল্লাহ আরমান, মাওলানা তৈয়বুর রহমান চৌধুরী, মাওলানা শেখ নূরে আলম হামিদী, মাওলানা জামিল আহমদ আনসারী, মুফতি মকবুল হোসাইন কাসেমী, মাওলানা মতিউর রহমান গাজীপুরী, মাওলানা লোকমান মাযহারী, মাওলানা শামসুল আরেফিন খান সাদী, মুফতি রেদওয়ানুল বারী সিরাজী, মাওলানা জয়নুল আবেদিন, মাওলানা আবুল হোসেন চতুলী ও মাওলানা আবির।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com