রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৮:৩০ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য নূহ-উল আলম লেনিন বলেছেন, আওয়ামীলীগের বিদ্রোহী কোন প্রার্থী নেই। তাই স্থানীয় বিরোধ ভুলে সবাইকে আওয়ামীলীগের প্রার্থীর পক্ষে কাজ করতে হবে। পৌর নির্বাচনে নৌকা হেরে গেলে রাজনৈতিক ক্ষমতা বিএনপির হাতে চলে যাবে। আজ মঙ্গলবার সোনারগাঁ পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী এডভোকেট আবু তাহের ফজলে রাব্বির পক্ষে উদ্ধবগঞ্জ এলাকায় প্রচারণা চালানোর সময় তিনি এসব কথা বলেন। এসময় প্রার্থীর পক্ষে নৌকা প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন তিনি।
এ সময় উপস্থিত আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বদিউজ্জমান ডাবলু, সহ-প্রচার সম্পাদক অসিম কুমার উকিল, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আব্দুল হাই, সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার, নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আনিসুর রহমান দিপু, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক খোকন সাহা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট সামছুল ইসলাম ভূইয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন ও যুবলীগের সাবেক সভাপতি গাজী মজিবুর রহমান প্রমুখ।